ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:০২, ২২ মে ২০২৫ | আপডেট: ২০:০২, ২২ মে ২০২৫
সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ও মাসিক কিস্তি সংগ্রহের সুবিধার্থে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এএমডি মো. আলতাফ হুসাইন ও জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মো. মহিউদ্দীন খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
এ সময় জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মো. গোলাম মোস্তফা ও এওয়াইএম জিয়াউদ্দীন আল-মামুন, উপসচিব সিরাজাম মুনিরাসহ বিভিন্ন ব্যাংকের এমডি এবং শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন