ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

২৮ অগ্রাহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

লেনদেনের পরিমাণ বাড়লেও ডিএসইতে অধিকাংশ শেয়ারের দরপতন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:১১, ১০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২২:১১, ১০ ডিসেম্বর ২০২৫

লেনদেনের পরিমাণ বাড়লেও ডিএসইতে অধিকাংশ শেয়ারের দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ আজ মোট ১৭ কোটি ৩ লাখ ৩৫ হাজার ৯৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। দিনের শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৩৩ কোটি ৯০ লাখ ৭৩ হাজার ৭০৯ টাকা। তবে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দরপতন ঘটেছে।

বুধবার (১০ ডিসেম্বর) ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯৪১ দশমিক ৮৪ পয়েন্টে। ডিএস-৩০ মূল্য সূচক ৮ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১,৮৯৯ দশমিক ১০ পয়েন্টে ও শরীয়াহ সূচক ডিএসইএস ৭ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ১,০৩১ দশমিক ৭২ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনকৃত ৩৯৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানির শেয়ার।

ক্যাটেগরি ভিত্তিক লেনদেনে আজ ডিএসইতে ‘এ’ ক্যাটেগরিতে ২১৭টি কোম্পানির লেনদেনে ৬২টির দর বেড়েছে, ১২৩টির কমেছে এবং ৩২টি অপরিবর্তিত। ‘বি’ ক্যাটেগরিতে ৮০টি ইস্যুর মধ্যে ১৩টি বেড়েছে, ৫৯টি কমেছে, ৮টি অপরিবর্তিত ছিল। ‘জেড’ ক্যাটেগরিতে ৯৭টি কোম্পানির লেনদেনে ৩৯টির বেড়েছে, ৪৫টির কমেছে এবং ১৩টির অপরিবর্তিত ছিল। ‘এন’ ক্যাটেগরিতে আজ কোনো ইস্যুর লেনদেন হয়নি।

এছাড়া মিউচ্যুয়াল ফান্ডে ৩৫টি ইস্যুর মধ্যে ১০টির মূল্য বেড়েছে, ১০টির কমেছে এবং ১৫টির অপরিবর্তিত ছিল। করপোরেট বন্ডে ২টি ইস্যুর দুটিই মূল্যবৃদ্ধি পেয়েছে এবং সরকারি সিকিউরিটিজে ৬টি ইস্যুর মধ্যে ২টি বেড়েছে, ৪টির দর কমেছে।

টাকার অংকে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি

ডমিনেজ স্টীল, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, বিডি থাই ফুড, এশিয়াটিক ল্যাবরেটরিজ, একমি পেস্টিসাইড, সিমটেক্স, মুন্নু ফেব্রিক, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, সোনারগাঁও টেক্সটাইল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইবিএল এনআরবি আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। 

দর পতনের শীর্ষ ১০ কোম্পানি

ফ্যামিলি টেক্স, শ্যামপুর সুগার, আইসিবিএএমসিএল ২য় মিউচ্যুয়াল ফান্ড, আনলিমা ইয়ার্ন, দেশবন্ধু পলিমার, কাট্টালি টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি, একমি পেস্টিসাইড, বারাকা পাওয়ার এবং এনটিসি।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন