ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এআই

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:২৪, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২৩:০২, ৮ ডিসেম্বর ২০২৫

পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এআই

পুঁজিবাজারে তথ্যের স্বচ্ছতা, বিশ্লেষণ এবং নির্ভরযোগ্যতা বৃদ্ধিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ব্যবহার ভবিষ্যতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)র নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ।

সোমবার বিআইসিএমের মাল্টিপারপাস হলে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট’স ফোরাম (সিএমজেএফ)-এর সদস্যদের জন্য আয়োজিত ‘এআই এসেন্সিয়াল ফর ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে সিএমজেএফ ও বিআইসিএম।

বিআইসিএম নির্বাহী প্রেসিডেন্ট বলেন, সম্প্রতি পুঁজিবাজারের পাঁচটি তালিকাভুক্ত ব্যাংক একীভূত হয়েছে এবং আরও নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসান প্রক্রিয়ায় রয়েছে, যার ফলে প্রতিষ্ঠানগুলোর তথ্য বিশ্লেষণে এআই ব্যবহারের সুযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, শুধু এসব প্রতিষ্ঠান নয়, পুঁজিবাজার সম্পর্কিত যেকোনো তথ্য বিশ্লেষণে এআই আগামী দিনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। তিনি মনে করেন, প্রযুক্তিনির্ভর বিশ্লেষণ ব্যবস্থা বাজারের স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সহায়ক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইসিএমের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন।

সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে এআই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি, যার ব্যবহার বিশ্বব্যাপী দ্রুত বাড়ছে। শেয়ারবাজারেও এ প্রযুক্তির প্রভাব বিস্তৃত হচ্ছে, ফলে সাংবাদিকদের এ বিষয়ে দক্ষতা অর্জন সময়ের দাবি বলে তিনি মত দেন।

সিএমজেএফ সাধারণ সম্পাদক আবু আলী বলেন, সংগঠনের সদস্যদের পেশাগত মান উন্নয়নে নিয়মিতভাবে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় বিআইসিএমের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়েছে, যা সাংবাদিকদের জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে সহায়ক হবে।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন বিআইসিএমের প্রভাষক ইমরান মাহমুদ ও গৌরব রায়।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন