ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

৩০ অগ্রাহায়ণ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১২ বিলিয়ন ডলার

প্রকাশ: ২০:৫৯, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:৫৯, ১৩ ডিসেম্বর ২০২৫

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১২ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ দশমিক ১২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম) পদ্ধতি অনুযায়ী, দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

এর আগের দিন বুধবার (১০ ডিসেম্বর) রিজার্ভ ছিল ৩১ দশমিক ৮৯ বিলিয়ন ডলার। বিপিএম–৬ অনুযায়ী তা ছিল ২৭ দশমিক ২২ বিলিয়ন। তার আগে গত ৬ নভেম্বর শেষবারের মতো রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। তবে তিন দিন পর ৯ নভেম্বর এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর–অক্টোবরের বিল হিসেবে ১৬১ কোটি ডলার পরিশোধ করায় রিজার্ভ নেমে দাঁড়ায় ৩১ দশমিক ১৪ বিলিয়ন ডলারে। এরপর থেকে ৩০–৩১ বিলিয়ন ডলারের মধ্যে ওঠানামা করছিল রিজার্ভ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন