ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

২৮ অগ্রাহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত জার্মানির

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:৪২, ৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:৪৩, ৮ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত জার্মানির

বাংলাদেশ ও জার্মান সরকারের মধ্যে উন্নয়ন সহযোগিতা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়া কনসালটেশন প্রটোকল অনুযায়ী ভবিষ্যৎ সহযোগিতার অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।

সোমবার (০৮ ডিসেম্বর) রাজধানীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) অনুষ্ঠিত সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। জার্মান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জার্মানির ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএমজেড)-এর দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান বারবারা শ্যাফার।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভার উদ্বোধনী বক্তব্যে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী জার্মানির দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্ব এবং বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে তাদের অব্যাহত অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো তুলে ধরেন, যার মধ্যে রয়েছে-জলবায়ু পরিবর্তন অভিযোজন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, টেকসই নগর উন্নয়ন এবং দক্ষতা উন্নয়ন।

সচিব বলেন, নবায়নযোগ্য জ্বালানি, সোলার রুফটপ সম্প্রসারণ, জলবায়ু-সহনশীল অবকাঠামো, সুশাসন এবং বৈশ্বিক শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের গ্রহণযোগ্যতা বাড়াতে আন্তর্জাতিক মানসম্পন্ন টিভিইটি সনদ কর্মসূচিতে জার্মানির সঙ্গে আরও গভীরভাবে কাজ করতে চায় বাংলাদেশ।

বারবারা শ্যাফার তার বক্তব্যে বাংলাদেশের অগ্রাধিকারমূলক উন্নয়ন এজেন্ডায় সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু সহনশীলতা এবং সামাজিক উন্নয়ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন।

তিনি বলেন, জলবায়ু অভিযোজন, সবুজ রূপান্তর, টেকসই নগর উন্নয়ন এবং দক্ষতা উন্নয়নে জার্মানি বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত।

উভয় পক্ষ নারীর ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা করে।

বাংলাদেশ ও জার্মান প্রতিনিধিদল আলোচনার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

বাংলাদেশ-জার্মানি উন্নয়ন সহযোগিতা বিষয়ক পরবর্তী পরামর্শ সভা উভয় পক্ষের সমঝোতা অনুযায়ী জার্মানিতে অনুষ্ঠিত হবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন