ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২১:১৫, ৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৫, ৪ ডিসেম্বর ২০২৫
তামাক ও তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন, জাল ব্যান্ডরোল ব্যবহার এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভিযানে প্রায় ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গোপন সূত্রের ভিত্তিতে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে ইউনাইটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি ভ্যাট নিবন্ধন গ্রহণ করলেও দীর্ঘদিন ধরে আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রম প্রদর্শন না করে গোপনে সিগারেট উৎপাদন ও বাজারজাত করছিল। এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
অভিযানের সময় গোয়েন্দা দল ৬ লাখ ৩৪ হাজার ৫৯০ শলাকা জাল ব্যান্ডরোল যুক্ত সিগারেট জব্দ করে। যার বাজারমূল্য ৩৮ লাখ টাকার বেশি। এসব সিগারেটের বিপরীতে প্রায় ২৯ লাখ টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ পেয়েছে এনবিআর। পাশাপাশি ১০ লাখ ২৯ হাজার পিস অব্যবহৃত জাল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। যা ব্যবহার করা হলে আরও ৮.৫ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি দেওয়া যেত তারা।
প্রতিষ্ঠানটি ৩ লাখ ২২ হাজার ৫০০ পিস বৈধ ব্যান্ডরোল সংগ্রহ করলেও, তা ব্যবহার না করে জাল ব্যান্ডরোলের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছিল বলে এনবিআর জানায়।
জব্দকৃত সিগারেট ও উপকরণ আইনানুগভাবে জব্দ করা হয়েছে এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযানে উদ্ধার করা দলিলাদির ভিত্তিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটকে প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রয় কার্যক্রমের ওপর কঠোর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এনবিআর জানায়, জাতীয় রাজস্বের সুরক্ষা নিশ্চিত করতে তামাকজাত পণ্যের অবৈধ উৎপাদন, জাল ব্যান্ডরোল ব্যবহার এবং রাজস্ব ফাঁকি রোধে ভবিষ্যতেও আরও কঠোর ও ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন