ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

২৮ অগ্রাহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

নারী সঞ্চয় অ্যাকাউন্ট চালু করল সীমান্ত ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:০৫, ৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:০৬, ৪ ডিসেম্বর ২০২৫

নারী সঞ্চয় অ্যাকাউন্ট চালু করল সীমান্ত ব্যাংক

নারীদের আর্থিক অন্তর্ভুক্তি, সঞ্চয় অভ্যাসের বিকাশ এবং দীর্ঘমেয়াদী ক্ষমতায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে সীমান্ত ব্যাংক আনুষ্ঠানিকভাবে ”নারী সঞ্চয় একাউন্ট” উদ্বোধন করেছে।

এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সীমান্ত ব্যাংকের নতুন এই বিশেষায়িত সঞ্চয়ী একাউন্ট নারীদের নিরাপদ, সুবিধাজনক এবং অধিক লাভজনক উপায়ে আর্থিক লেনদেন পরিচালনায় সহায়তা করবে। এই একাউন্টের গ্রাহকদের প্রচলিত সঞ্চয়ী হিসাবের তুলনায় ১% অতিরিক্ত ইন্টারেস্ট, বিনামূল্যে প্রথম চেকবই, দুই বছরের ডেবিট কার্ড ফি মওকুফ, পার্সোনাল লোন ও নারী উদ্যোক্তা ঋণের প্রসেসিং ফি-তে ৫০% ছাড় এবং ১ লাখ টাকার একাউন্টে ১ হাজার টাকার ক্যাশব্যাক সুবিধা প্রধান করা হচ্ছে।

নারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রযুক্তি নির্ভর, নির্ভরযোগ্য এবং গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানে সীমান্ত ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ”নারী সঞ্চয় একাউন্ট” উদ্বোধন ব্যাংকের সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করে, যার উদ্দেশ্য প্রতিটি নারীকে অর্থনৈতিক অগ্রযাত্রায় আরও এগিয়ে নিয়ে যাওয়া।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন