ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:৩৪, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩৪, ১৩ নভেম্বর ২০২৫
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৪ অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন এবং নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো শেয়ারহোল্ডারদের সম্মতিতে গৃহীত হয়।
বুধবার (১২ নভেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার।
সভায় পর্ষদের পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান উপস্থিত ছিলেন।
কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ সভায় এজেন্ডা উপস্থাপন করেন।
এতে জানানো হয়, ২০২৪ সাল শেষে ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় আমানতে ৮.৩৭% এবং বিনিয়োগে ৬.৬৮% প্রবৃদ্ধি অর্জন করেছে।
ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন শেয়ারহোল্ডাররা এবং ব্যাংকের ভাবমূর্তি আরও উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন।
চেয়ারম্যান খাজা শাহরিয়ার ব্যাংকের উন্নয়নে ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
এসময় তিনি ব্যাংক পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন