ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

এসএমসি এন্টারপ্রাইজের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:১৫, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:১৫, ১১ নভেম্বর ২০২৫

এসএমসি এন্টারপ্রাইজের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

প্রাইম ব্যাংক পিএলসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড প্রাইম ব্যাংকের আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ ব্যবহার করে সব ধরনের অভ্যন্তরীণ অর্থ পরিশোধ ও লেনদেন সম্পন্ন করতে পারবে।

সম্প্রতি রাজধানীতে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশিদ এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েফ নাসির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে প্রাইম ব্যাংকের উন্নত এমআইএস রিপোর্টিং ও রিকনসিলিয়েশন সিস্টেম ব্যবহার করে এসএমসি এন্টারপ্রাইজের আর্থিক ব্যবস্থাপনা আরো দক্ষ ও স্বচ্ছ হবে বলে জানানো হয়েছে।

প্রাইম ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রাইমপে’ এর মাধ্যমে করপোরেট গ্রাহকরা নিরাপদ ও সহজ উপায়ে বিভিন্ন ধরনের পেমেন্ট সম্পন্ন করতে পারেন। এই চ্যানেলের মাধ্যমে ইলেকট্রনিক ও কাগজ-ভিত্তিক উভয় ধরনের লেনদেন করা যায়। এর মধ্যে রয়েছে— আরটিজিএস, বিইএফটিএন, আন্তঃব্যাংক অর্থ স্থানান্তর, এনপিএসবি, মোবাইল ওয়ালেট ট্রান্সফার এবং ডিজিটাল স্বাক্ষরযুক্ত করপোরেট চেক ও পে অর্ডার ইস্যু করার সুবিধা।

এছাড়া প্রাইমপে প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা সহজে শুল্ক, কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও ইউটিলিটি বিলও পরিশোধ করতে পারেন। দ্রুত অথরাইজেশন প্রক্রিয়ার কারণে গ্রাহকরা অল্প সময়ে লেনদেন সম্পন্ন করতে পারেন, এতে খরচ কমে ও স্বচ্ছতা বৃদ্ধি পায়।

দ্বৈত নিরাপত্তা যাচাই (টু-ফ্যাক্টর অথেনটিকেশন) ব্যবস্থায় সুরক্ষিত এ প্ল্যাটফর্মটি ওয়েবের মাধ্যমে যেকোনো সময় ও স্থান থেকে ব্যবহারের সুযোগ দেয়।

প্রাইম ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ সেবার মাধ্যমে করপোরেট গ্রাহকরা আরো দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ ব্যাংকিং অভিজ্ঞতা পাবেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন