ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৮:৩১, ১২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৮:৩১, ১২ নভেম্বর ২০২৫
ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।এর আওতায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফি ও পেমেন্ট এ ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারবেন।
এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের এএমডি ড. এম কামাল উদ্দীন জসীম ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের যশোর জোনের প্রধান শফিউল আজম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের এএমডি ড. কামাল উদ্দিন বলেন, “ইসলামী ব্যাংক ও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে। আগে শিক্ষার্থীদের বিভিন্ন ফি পরিশোধে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহাতে হতো। আশা করছি, আগামী সপ্তাহ থেকেই তারা সব ধরনের পেমেন্ট ডিজিটালভাবে সম্পন্ন করতে পারবে।”
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা বাস্তবায়নের পথে বিশ্ববিদ্যালয় অগ্রসর হচ্ছে। ইসলামী ব্যাংকের সহযোগিতায় শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত এই সেবা এখন বাস্তবায়নের মুখে।”
চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিগগিরই শিক্ষার্থীরা ভর্তি, পরীক্ষার ফি, আবাসিক ও অন্যান্য ফি অনলাইনে পরিশোধ করতে পারবেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন