ঢাকা, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

২৮ অগ্রাহায়ণ ১৪৩২, ২২ জমাদিউস সানি ১৪৪৭

পূবালী ব্যাংক চালু করল তিনটি প্রিমিয়াম ক্রেডিট কার্ড

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৩:০৬, ১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৩:০৬, ১ ডিসেম্বর ২০২৫

পূবালী ব্যাংক চালু করল তিনটি প্রিমিয়াম ক্রেডিট কার্ড

গ্রাহকদের জন্য উন্নত সুবিধা, নিরাপদ পেমেন্ট ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা নিশ্চিত করতে মাস্টারকার্ডের সঙ্গে যৌথভাবে তিনটি প্রিমিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে পূবালী ব্যাংক পিএলসি।

প্রিমিয়াম ক্রেডিট কার্ডগুলো উন্মোচন উপলক্ষে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এ সময় পূবালী ব্যাংকের ডিএমডি মোহাম্মদ ইছা ও মো. শাহনেওয়াজ খান এবং মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল ও মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মাস্টারকার্ডের সঙ্গে পূবালী ব্যাংকের এই আনুষ্ঠানিক অংশীদারিত্বের মাধ্যমে বাজারে উন্মোচিত হলো দুটি উদ্ভাবনী কনজিউমার ক্রেডিট কার্ড এবং একটি কর্পোরেট ক্রেডিট কার্ড বাংলাদেশের দ্রুত বিকাশমান ডিজিটাল পেমেন্ট খাতের চাহিদা পূরণে বিশেষভাবে উপযোগী।

নতুন কনজিউমার কার্ডগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট কার্ড এবং কার্ডগেসটাইটানিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ড, যেগুলো কনট্যাক্টলেস প্রযুক্তি, মাল্টি-কারেন্সি সাপোর্ট এবং অত্যাধুনিক সিকিউরিটি ফিচারসহ বহুমুখী সুবিধায় সমৃদ্ধ।

কার্ডহোল্ডাররা উপভোগ করতে পারবেন বিভিন্ন প্রিমিয়াম সুবিধা, যেমন-

    * পাঁচ তারকা হোটেলগুলোতে বাই ১ গেট ১ ডাইনিং সুবিধা
   *  রেস্টুরেন্টে সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড়
   *  গ্রোসারিতে সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়
   *  লাইফস্টাইল ও রিটেইল শপিং-এ ৯,৫০০+ মাস্টারকার্ড পার্টনার আউটলেটে সর্বোচ্চ ২৫% পর্যন্ত ডিসকাউন্ট।

অতিরিক্ত সুবিধার মধ্যে রয়েছে এয়ারলাইন ভাড়ায় সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড়, নির্বাচিত কার্ডে কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস, বৈশ্বিক এটিএম নেটওয়ার্কে উত্তোলন সুবিধা, নির্বিঘ্ন আন্তর্জাতিক লেনদেন এবং মাস্টারকার্ডের বিশ্ববিখ্যাত চৎরপবষবংংপ্ল্যাটফর্মের বিশেষ অভিজ্ঞতা লাভ।

উদ্বোধনী অনুষ্ঠানেপূবালী ব্যাংক পিএলসি.’র উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা বলেন, মাস্টারকার্ডের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে আমাদের প্রথম ক্রেডিট কার্ড পোর্টফোলিও উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি পূবালী ব্যাংকের ডিজিটাল রূপান্তরের যাত্রায় একটি বড় অর্জন। এই কার্ডগুলো উদ্ভাবনী, নিরাপদ এবং গ্রাহককেন্দ্রিক আর্থিক সমাধান প্রদানের আমাদের অঙ্গীকারের প্রতিফলন, যা একটি ডিজিটালি সক্ষম বাংলাদেশের লক্ষ্যে আমাদের আরও এগিয়ে নেবে।

মাস্টারকার্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এই সহযোগিতা কেবল কার্ড সেবা সম্প্রসারণ নয়- এটি উদ্ভাবনকে ত্বরান্বিত করা, উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করা এবং বাংলাদেশকে ডিজিটালি সক্ষম অর্থনীতির পথে দ্রুত এগিয়ে নেওয়ার একটি যৌথ অঙ্গীকার। পূবালী ব্যাংককে আমাদের নির্ভরযোগ্য ইস্যুয়িং পার্টনার হিসেবে স্বাগত জানানো মাস্টারকার্ডের নিরাপদ ডিজিটাল পেমেন্ট ও সার্বজনীন আর্থিক অগ্রগতির দৃঢ় প্রতিশ্রুতিকে আরও জোরদার করে।

দেশের সামগ্রিক ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও গতিশীল করতে এটি একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন