ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

সিডনিতে শেষ হলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:০৫, ৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৪৫, ৩ অক্টোবর ২০২৫

সিডনিতে শেষ হলো অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে ব্যবসা, শিক্ষা ও বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় নিয়ে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫’।

সিডনির গুলবার্ন স্ট্রিটে অবস্থিত মেসনিক সেন্টারে দুই দিনব্যাপী এই এক্সপোর আয়োজন করে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে এক্সপোর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

দ্বিতীয় দিনের শুরুতেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের ইন্ডাস্ট্রি ও ট্রেডমন্ত্রী অনুলাক চান্থিভং এমপি। তিনি প্রদর্শনী স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় করেন। বক্তব্যে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হলে দুই দেশেরই অর্থনীতি উপকৃত হবে এবং নতুন বিনিয়োগ সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।’

এর আগে, গত বুধবার অস্ট্রেলিয়া-বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা ও বিনিয়োগ সম্ভাবনাকে আরো সম্প্রসারণের লক্ষ্যে মর্যাদাপূর্ণ এ আয়োজনের উদ্বোধন করেন নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এমপি।

এক্সপোর মূল আকর্ষণ ছিল তিনটি পৃথক প্যানেল সেশন, যেখানে অংশ নেন দুই দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা। সকালের প্রথম সেশনে ছিল ‘বিল্ডিং টুমরো: ইনভেস্টমেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পার্টনারশিপস ফর গ্রোথ’ শীর্ষক আলোচনা। এতে অংশ নেন ক্যাম্বেলটাউন সিটির মেয়র ডার্সি লন্ড, বাংলাদেশের কর্ণফুলি গ্রুপের নির্বাহী পরিচালক সামিউর ইসলাম, স্প্যারো গ্রুপের চেয়ারম্যান শোভন ইসলাম ও কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ম্যানেজার ক্রিস মানোস্কি।

দুপুরে অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন আয়োজিত শিক্ষাবিষয়ক বিশেষ আলোচনায় অংশ নেন স্টাডি এনএসডব্লিউর অ্যাসোসিয়েট ডিরেক্টর ভিকি ক্লেয়ার, ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ড. সবুর খান এবং ম্যাকোয়ারি ইউনিভার্সিটির আন্তর্জাতিক নিয়োগ পরিচালক তানভীর শাহিদ। সেশনটি পরিচালনা করেন অস্ট্রেড বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মেঘা গুপ্তা। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শোভন ইসলাম ও কাউন্সিলর শিবলী চৌধুরী।

বিকালে অনুষ্ঠিত শেষ সেশনের আলোচ্য বিষয় ছিল ‘পাওয়ারিং পার্টনারশিপস: অস্ট্রেলিয়া অ্যান্ড বাংলাদেশ ইন দ্য রিনিউয়েবল এনার্জি ট্রানজিশন’। এতে অংশ নেন অস্ট্রেলিয়ান সিনেটর ডেভ শর্মা, রিভারী পাওয়ার অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক, ডাব্বো রিজিওনাল কাউন্সিল ডিরেক্টর জেসিকা ব্রাউন, স্মার্ট এনার্জি অস্ট্রেলিয়ার প্রতিনিধি উইল কার এবং এনএসডব্লিউ সরকারের ক্লিন এনার্জি বিভাগের পরিচালক টিম স্টক।

এ আয়োজনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছে। সফরে তারা অস্ট্রেলিয়ান ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করেছে। পাশাপাশি তারা পণ্য প্রদর্শনী, নেটওয়ার্কিং সেশন, বিটুবি মিটিং এবং বিষয়ভিত্তিক সেমিনারে অংশ নেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন