ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫

১০ শ্রাবণ ১৪৩২, ২৯ মুহররম ১৪৪৭

মোংলা কাস্টমসের অপারেশনাল ক্যাপাসিটি বেশি ব্যবহার করা হবে: এনবিআর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:০৪, ২২ জুলাই ২০২৫ | আপডেট: ২০:০৪, ২২ জুলাই ২০২৫

মোংলা কাস্টমসের অপারেশনাল ক্যাপাসিটি বেশি ব্যবহার করা হবে: এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে পারলে চট্টগ্রাম বন্দরের যানজট কমবে। চট্টগ্রামের অপারেশন কার্যক্রম বাড়বে, খরচ কমবে এবং জনগণ বেনিফিট পাবে।

মঙ্গলবার (২২ জুলােই) মোংলা কাস্টমস হাউসের সুন্দরবন সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা মোংলা কাস্টমস হাউসের অপারেশনাল ক্যাপাসিটি আরো বেশি ব্যবহার করতে চাই। ব্যবসায়ীরা যাতে এই সুযোগটা নেয়। আমাদের চট্টগ্রাম পোর্টের যে ধরনের ব্যবহার, ব্যস্ততা, সেই হিসেবে আমাদের মোংলা পোর্টের ব্যবহার খুবই কম।’

এর আগে তিনি কাস্টমস কর্মকর্তা ও সিএন্ডএফ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের আগে তিনি মোংলা বন্দর জেটি পরিদর্শন করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আমরা গত তিন মাস বাজেট নিয়ে খুব ব্যস্ত ছিলাম। এখন আমরা বুঝতে চাই আমাদের ফিল্ড লেভেলে কি কি সমস্যা আছে। যেমন মোংলা পোর্টকে ভালো করে বুঝা, মোংলা পোর্টের ফ্যাসিলিটি বুঝা। কতটুকু কাজ আমরা এখানে করছি, আরো কি পরিমাণ লোড আমরা নিতে পারবো। এখানে কি ধরনের সমস্যা রয়েছে, সেগুলো শোনা।

তিনি বলেন, ‘পোর্টের ব্যবহার আরো কীভাবে বাড়ানো যায়। পোর্ট ব্যবহারকারী যারা আছেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। আমাদের অফিসার যারা এখানে কাজ করেন তাদের কি ধরনের সমস্যা হচ্ছে। তাদেরকে আমরা আরো কীভাবে সহায়তা করতে পারি। এসব কিছু আমরা যাতে বুঝে শুনে ব্যবস্থা নিতে পারি, আজকের সফরের এটাই হলো আমার মূল উদ্দেশ্য।’

এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুহাম্মদ মুবিনুল কবীর, সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মো. মোয়াজ্জেম হোসেন, মোংলা কাস্টমস হাউসের কমিশনার মু. সফিউজ্জামান, একান্ত সচিব আতাউল গনি ওসমানী, জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ, মোংলা বন্দর সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি মো. মোশারফ হোসেনসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন