ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫

৬ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৭

বিনিয়োগ সম্ভাবনা প্রসারে চীন সফরে বাংলাদেশ প্রতিনিধি দল

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৫০, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ২২:৫০, ২০ জুলাই ২০২৫

বিনিয়োগ সম্ভাবনা প্রসারে চীন সফরে বাংলাদেশ প্রতিনিধি দল

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের নেতৃত্বে সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। বাংলাদেশে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ এই সফরের লক্ষ্য।

রোববার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিনিধি দলটিতে বিডা, বেজার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও সিটি ব্যাংক এনএ-এর প্রতিনিধিরা রয়েছেন।

এ সফর সম্পর্কে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমাদের এই সফর ঘিরে যে আগ্রহ দেখা দিয়েছে, তাতে আমরা অত্যন্ত উৎসাহিত। আমরা চীনা কোম্পানিগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনার প্রত্যাশায় রয়েছি এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় সব তথ্য ও সহায়তা প্রদান করব।’

২০-২৬ জুলাই এই সফরে প্রতিনিধি দলটি সাংহাই ও গুয়াংজুতে একাধিক কর্মসূচিতে অংশ নিবে। ২১ জুলাই সাংহাইয়ে বিডা ও বাংলাদেশ দূতাবাসের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য বিনিয়োগ সেমিনার এ সফরের অন্যতম প্রধান আকর্ষণ। সেমিনারে ইলেকট্রনিক্স, টেক্সটাইল, কৃষি ব্যবসা, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস ও মেডিকেল ডিভাইস খাতের ১০০টিরও বেশি চীনা কোম্পানি অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

এই সফর বৈশ্বিক বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর একটি কৌশলগত পদক্ষেপ। এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনা শিল্পখাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং রপ্তানি বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এএ
v

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন