ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:০৬, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ২০:০৭, ২১ জুলাই ২০২৫
দেশের আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি সিলেট ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে ১০ লাখ টাকার অনুদান প্রদান করেছে।
সম্প্রতি হাসপাতাল চত্বরে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
প্রিমিয়ার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও সিলেট শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান টিপু চেকটি সিলেট ডায়াবেটিক সমিতির কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব, যুগ্ম সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন, হাসপাতাল উন্নয়ন সাব-কমিটির চেয়ারম্যান ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ডা. এ.টি.এম. জাফর আহমদ প্রমুখ।
অনুদান গ্রহণ শেষে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, প্রিমিয়ার ব্যাংকের এই সহযোগিতা নিঃসন্দেহে আমাদের হাসপাতালের সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, প্রিমিয়ার ব্যাংক সবসময়ই সামাজিক দায়বদ্ধতা পালনে এগিয়ে এসেছে। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন