ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

১ শ্রাবণ ১৪৩২, ২০ মুহররম ১৪৪৭

প্রাইম ব্যাংকের সম্মাননা পেলেন ৭ উদ্যোক্তা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:০৩, ২৮ জুন ২০২৫ | আপডেট: ২০:২৯, ২৮ জুন ২০২৫

প্রাইম ব্যাংকের সম্মাননা পেলেন ৭ উদ্যোক্তা

বিশ্ব এমএসএমই দিবস উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের সাত উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।

শনিবার (২৮ জুন) ঢাকার এক হোটেলে ‘উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তাদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।

ব্যাংকের ১১ হাজার ৫০০ এরও বেশি সক্রিয় ঋণগ্রহীতার মধ্যে থেকে ৬ জন এসএমই উদ্যোক্তা ও ১ জন কৃষি খাতের উদ্যোক্তাকে এ স্বীকৃতি দেয়া হয়। উদ্যোক্তার পণ্যের বৈচিত্র্য, বার্ষিক রাজস্ব, নিয়োজিত জনবল, ব্যাংকের সঙ্গে সম্পর্ক, উদ্যোক্তার ধরন (নারী/পুরুষ) ও উদ্যোগের ধরন (উৎপাদন, সেবা, বাণিজ্য) বিবেচনায় এ সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অংশ নেয়া শতাধিক উদ্যোক্তার উপস্থিতিতে প্রাইম ব্যাংক উদ্যোক্তা উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসএমইএসপিডি) নওশাদ মোস্তফা। কী-নোট বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার।

উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ বলেন, এসএমই খাত দেশের অর্থনীতির চালিকাশক্তি। এ খাত কর্মসংস্থান সৃষ্টি করে, গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখে ও আত্মনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে তোলে। প্রাইম ব্যাংক দীর্ঘদিন ধরে এমএসএমই খাতের উন্নয়ন ও অর্থায়নে কাজ করছে। দেশের ১৫০টিরও বেশি শাখা ও উপশাখার মাধ্যমে উদ্যোক্তাদের পাশে আছে প্রাইম ব্যাাংক।

তিনি বলেন, এ স্বীকৃতি উদ্যোক্তাদের আগের চেয়েও বেশি উদ্যমী করে তুলবে। একই সঙ্গে দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। —বিজ্ঞপ্তি

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন