ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:৫২, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৫২, ১৪ জুলাই ২০২৫
বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক এশিয়ার যৌথ উদ্যোগে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় চট্টগ্রামে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের (চট্টগ্রাম অফিস) নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন সম্প্রতি ব্যাংক এশিয়ার চট্টগ্রাম জোনাল অফিসে এ কোর্সের উদ্বোধন করেন।
ব্যাংক এশিয়ার চট্টগ্রাম জোনাল হেড (চলতি দায়িত্ব) মোহাম্মদ বুরহান উদ্দিন খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের (চট্টগ্রাম অফিস) পরিচালক মোহাম্মদ আশিকুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম উপস্থিত ছিলেন।
এছাড়া প্রোগ্রামে ব্যাংকের শাখা প্রধান, প্রধান কার্যালয় এবং জোনাল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম অঞ্চলের নির্বাচিত ২৫ জন উদ্যোক্তাকে নিয়ে আয়োজিত এ ʻউদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্স আগামী ৭ আগস্ট পর্যন্ত চলবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন