ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:১৯, ২১ জুলাই ২০২৫ | আপডেট: ২০:১৯, ২১ জুলাই ২০২৫
গ্রাহকদের এক্সক্লুসিভ সুবিধা নিশ্চিতকরণে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া। এ চুক্তির আওতায় নানাবিধ সুবিধা পাবেন ব্যাংকটির ক্রেডিট কার্ডহোল্ডাররা।
রোববার (২০ জুলাই) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর ক্লাস্টার জেনারেল ম্যানেজার মি. ডিউকো ই. ডি ভিস এবং ব্যাংক এশিয়ার ইভিপি এবং হেড অফ কার্ডস, এডিসি এবং ইন্টারনেট ব্যাংকিং, জিশান আহাম্মদ, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় ব্যাংক এশিয়ার ক্রেডিট কার্ডহোল্ডারগণ এখন থেকে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে রুম বুকিংয়ে ১টি কিনলে ১টি ফ্রি সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও বিনামূল্যে ব্রেকফাস্টের পাশাপাশি অতিথিরা বুফে ডিনার এবং ইন-রুম ডাইনিং-এ ১৫% ছাড় এবং স্পা ট্রিটমেন্টের উপর ২০% ছাড় উপভোগ করবেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন