ঢাকা, রোববার, ০৬ জুলাই ২০২৫

২২ আষাঢ় ১৪৩২, ১০ মুহররম ১৪৪৭

আইএফআইসি ব্যাংকের ২৩৯ কর্মকর্তার পদোন্নতি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৫২, ৫ জুলাই ২০২৫ | আপডেট: ১৯:৫৩, ৫ জুলাই ২০২৫

আইএফআইসি ব্যাংকের ২৩৯ কর্মকর্তার পদোন্নতি

পেশাগত কর্মদক্ষতা ও টেকসই প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ ২৩৯ কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ে পদোন্নতি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক।

এই উপলক্ষ্যে গত বুধবার (২ জুলাই) রাজধানীর আইএফআইসি টাওয়ারের মাল্টিপারপাস হলে আয়োজন করা হয় ‘সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন’ শীর্ষক অনুষ্ঠানের।

ওইদিন একযোগে ২৩৯ কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা সরাসরি ৬৯ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এ সময় বিভিন্ন শাখা-উপাশাখা থেকে ১৮০ জন পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা ভার্চুয়ালী তাদের পদোন্নতি পত্র গ্রহণ করেন।

পদোন্নতিপ্রাপ্তদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যাংকের এমডি সৈয়দ মনসুর মোস্তফা বলেন, আইএফআইসি ব্যাংকের অন্যতম প্রধান শক্তি আমাদের মানবসম্পদ। দক্ষ, নিবেদিত ও যোগ্য জনবলই আমাদের টেকসই অগ্রগতির চালিকাশক্তি।

তিনি আরও বলেন, যোগ্যতা ও পারফরম্যান্সভিত্তিক স্বীকৃতি শুধু কর্মপ্রেরণা বৃদ্ধি করে না, বরং একটি সুসংগঠিত কর্মপরিবেশ গড়ে তোলে। যা দীর্ঘমেয়াদে ব্যবসার গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রসঙ্গত, গত ১ জুন, ২০২৫ একইভাবে ১১৬ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়।

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন