ঢাকা, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

ব্র্যাক ব্যাংক-ওয়ালটন ডিজি-টেকের মধ্যে চুক্তি স্বাক্ষর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৫২, ৩ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৫২, ৩ জুলাই ২০২৫

ব্র্যাক ব্যাংক-ওয়ালটন ডিজি-টেকের মধ্যে চুক্তি স্বাক্ষর

দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে অ্যাডভান্সড ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশন দিতে চুক্তিবদ্ধ হয়েছে ব্র্যাক ব্যাংক। এ চুক্তির মাধ্যমে ওয়ালটনের আর্থিক লেনদেন আরও দ্রুত, সহজ ও নিরাপদ হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

সম্প্রতি ওয়ালটনের কর্পোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এতে ব্র্যাক ব্যাংকের হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম এবং ওয়ালটন ডিজি-টেক-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. লিয়াকত আলী স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংক ওয়ালটনকে কাস্টমাইজড ডিজিটাল পেমেন্ট সল্যুশন প্রদান করবে, যার ফলে প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘কর্পনেট’ ব্যবহার করে রিয়েল-টাইম লেনদেন করতে পারবে। ‘কর্পনেট’-এর মেকার মডিউল ম্যানুয়াল ইনপুট কমিয়ে দিয়ে ভুলের সম্ভাবনা কমাবে এবং সুরক্ষিত ডেটা ট্রান্সফার নিশ্চিত করবে।

এ সেবার মাধ্যমে ওয়ালটন তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্টের অবস্থা পর্যবেক্ষণ করতে পারবে, যার ফলে দ্রুত আর্থিক সিদ্ধান্ত, স্বয়ংক্রিয় রিকনসিলিয়েশন এবং উন্নত অপারেশনাল দক্ষতা অর্জন সম্ভব হবে।

এই চুক্তি ব্র্যাক ব্যাংকের কর্পোরেট ক্লায়েন্টদের জন্য প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী আর্থিক সেবা প্রদানের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করল বলে জানায় প্রতিষ্ঠানটি।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন