ঢাকা, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘আর্থিক খাতে নারীর অংশগ্রহণ’ সেমিনার অনুষ্ঠিত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৫৩, ১ জুলাই ২০২৫ | আপডেট: ১০:৫৩, ১ জুলাই ২০২৫

শাহ্জালাল ইসলামী ব্যাংকে ‘আর্থিক খাতে নারীর অংশগ্রহণ’ সেমিনার অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসিতে ‘আর্থিক খাতে অংশগ্রহণ নারীর অধিকার’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে নারীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সম্প্রতি ব্যাংকটির রাজধানীর উত্তরা শাখায় এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে ব্যাংকের এমডি মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসীন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের ডিএমডি এমএম সাইফুল ইসলাম ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের ইভিপি মো. আবু ছায়েম।

এছাড়া ব্যবস্থাপকদের মধ্যে ছিলেন উত্তরা শাখার মো. আবু হানিফ, মিরপুর শাখার নাজির আহমেদ, গরীব-ই-নেওয়াজ শাখার মো. আসিফুল হক, উত্তরখান শাখার এবিএম মাহফুজুল আলম, পল্লবী শাখার সৈয়দ জানে আলম ও টঙ্গী শাখার (চলতি দায়িত্ব) শাহ আলম মিয়া।

সেমিনারে নারী উদ্যোক্তাসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৪০ জন অংশ নেন।

এতে বক্তারা আর্থিক খাতে পুরুষের পাশাপাশি নারীর আর্থিক শিক্ষার গুরুত্বকে তুলে ধরার পাশাপাশি নারীর অধিকার ও ক্ষমতায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন। —বিজ্ঞপ্তি

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন