ঢাকা, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে স্ট্যান্ডার্ড ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৫০, ৩০ জুন ২০২৫ | আপডেট: ১৭:৫০, ৩০ জুন ২০২৫

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে স্ট্যান্ডার্ড ব্যাংক

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির আরও একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। প্রস্তাবিত বন্ডটি ইস্যুর মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যানুসারে বন্ডটির নাম হবে ‘‌স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ম মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড’। আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল ও ফ্লোটিং রেটবিশিষ্ট এ বন্ডের মেয়াদ সাত বছর। বন্ড ইস্যু করে স্ট্যান্ডার্ড ব্যাংক তাদের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করবে।

এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি শেয়ারে রূপান্তর-অযোগ্য। অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। 

জানা গেছে, এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না। এর সুদের হার হবে ভাসমান। বন্ডটি হবে কূপনযুক্ত।

বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৮ পয়সায়।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১১৫ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭২৬ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৩০৮। এর মধ্যে ৩২ দশমিক ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে।

এছাড়া সরকারের কাছে ৩ দশমিক ৫৭, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৭ দশমিক ৪৯, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন