ঢাকা, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

এনসিসি ব্যাংকের সব কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৬:৫৩, ৩ জুলাই ২০২৫ | আপডেট: ১৬:৫৩, ৩ জুলাই ২০২৫

এনসিসি ব্যাংকের সব কার্যক্রম ৫ দিন বন্ধ থাকবে

বেসরকারি খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সেবা কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে।কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশনের জন‌্য ব্যাংকটির কার্যক্রম বন্ধ রাখার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে জানানো হয়, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে আগামী ৮ জুলাই (মঙ্গলবার) রাত থেকে ১৩ জুলাই (রোববার) সকাল পর্যন্ত এনসিসি ব্যাংকের সব শাখা ও উপশাখার কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এ সময়ে ব্যাংকটিতে কোনো ধরনের লেনদেন হবে না। এই সময় ব্যাংকটির ডেবিট কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং, সুইফট, বিসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবিসহ সব ধরনের সেবা বন্ধ থাকবে।

আরও বলা হয়েছে, এনসিসি ব্যাংকের অনুরোধের পরিপ্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে কেন্দ্রীয় ব্যাংক এই সাময়িক বিরতির অনুমোদন দিয়েছে।

নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন