ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:০২, ৩ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:০৩, ৩ জুলাই ২০২৫
আমানত সংগ্রহসহ ভোক্তা অর্থায়ন ও ক্রেডিট কার্ডের বিভিন্ন সুবিধা ও সেবাসম্বলিত ‘উত্তরণ–ঘুরে দাঁড়াই, অটুট বিশ্বাসে’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) ইমরান আহমেদ। তিনি বলেন, সম্প্রতি ন্যাশনাল ব্যাংক তার তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ড কর্মসূচির মাধ্যমে সাধারণ গ্রাহকদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছে, যা তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
ইমরান আহমেদ আরও বলেন, ‘দেশের ব্যাংকিং খাত নিয়ে নানা ধরনের উদ্বেগ ও সংকটের খবরের মধ্যেও এই সাফল্য আমাদের আশাবাদী করে তোলে এবং প্রমাণ করে যে, এখনো সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের প্রতি অটুট রয়েছে। সেই আস্থা ও ইতিবাচক ধারাবাহিকতার ভিত্তিতেই আমরা এনেছি ‘উত্তরণ’ ক্যাম্পেইন। যার লক্ষ্য হলো, আরও ব্যাপকভাবে গ্রাহকসেবা পৌঁছে দেওয়া, আর্থিক অন্তর্ভুক্তিকে বেগবান করা এবং ব্যাংকিং খাতকে স্থিতিশীল ও মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা।’
অনুষ্ঠানে ডিএমডি (ইনচার্জ) কাজী কামাল উদ্দিন আহমেদ, মো. আব্দুর রহিম ও মো. মেশকাত-উল-আনোয়ার খান উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে ছিলেন রিটেল ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স বিভাগের প্রধান ও এসভিপি মিল্টন রায়সহ ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানরা।
এএ
ব্যাংকার প্রতিবেদন