ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:৩৯, ২ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৪৩, ২ জুলাই ২০২৫
প্রতীকী ছবি
তথ্যপ্রযুক্তির অবাধপ্রবাহের যুগে জুতো সেলাই থেকে চণ্ডিপাঠ সবকিছুই এখন মানুষের হাতের নাগালে। যেমন ধরুন আগে আপনার যে কাজটি করতে বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠান বা ব্যাংকে যেতে হতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিল পরিশোধ করতে হতো। এখন সে কাজটিই মুহুর্তেই করতে পারছেন যেকোনো জায়গা থেকে যেকোনো সময়ে। মুঠোফোনে ডিজিটাল বিল পেমেন্টের মাধ্যমে। এতে করে মানুষের কর্মঘণ্টা, পরিশ্রম ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি কমেছে নগদ টাকা বহনের ঝুঁকি। সময়ের সাশ্রয় ও দূরত্বের কষ্ট এড়াতে শহর ও গ্রামের মানুষ এখন মোবাইল ব্যবহার করে বিল পরিশোধে আগ্রহী হয়ে উঠেছেন।
অনলাইনে বিল পরিশোধ বর্তমানে একটি জনপ্রিয় এবং সুবিধাজনক পদ্ধতি। বিভিন্ন ডিজিটাল ওয়ালেট যেমন বিকাশ, রকেট, উপায় ও নগদ, সেই সঙ্গে অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করা যায়। এছাড়াও অনেক বিলিং সংস্থা তাদের নিজস্ব ওয়েবসাইটে বিল পরিশোধের সেবা দিয়ে আসছে।
তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনলাইন নির্ভরতাও বাড়ছে। তাদের সেবা দিতে দেশের অধিকাংশ ব্যাংক এখন ডিজিটাল। অনলাইনের মাধ্যমে ব্যাংকগুলো গ্রাহকদের নানারকম ডিজিটাল ও নিরাপদ সেবা দিচ্ছে। পাসপোর্ট, ই-জিপি, ডিপিডিসি, ডেসকো, পল্লী বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস, পানি, সুপারশপে কেনাকাটা, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো, টেলিফোন, ইন্টারনেট, অনলাইন কেনাকাটা, স্কুল-কলেজের টিউশন ফি, ভূমি উন্নয়ন কর, জন্মনিবন্ধন ফি, হোল্ডিং ট্যাক্স, পোর্ট ফি, ট্রাভেল টিকিট, প্যাসেঞ্জার ফ্যাসিলিটি চার্জসহ দৈনন্দিন নানারকম বিল দেওয়ার সুযোগ এখন মানুষের দোরগোড়ায়।
যেসব অঞ্চলে ইন্টারনেট বা প্রযুক্তিগত সহায়তা সীমিত, সেসব জায়গায় ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে বিল জমা দেয়ার সুযোগ রয়েছে। এর বাইরে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে শতাধিক সরকারি সেবা নিয়ে চালু হচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি নতুন আউটলেট। এতে চলমান ডিজিটাল সেন্টারগুলোকেও যুক্ত করা হবে। সেখানেও পাওয়া যাবে এই পরিষেবাগুলো।
অনলাইনে বিল পরিশোধে যে উপায়গুলো অবলম্বন করা যেতে পারে-
মোবাইল ওয়ালেট:
বিকাশ, রকেট, উপায়, নগদ এর মতো মোবাইল ওয়ালেট অ্যাপ ব্যবহার করে বিল পরিশোধ করতে পারেন। এসব অ্যাপে ‘বিল পে’ অথবা ‘পেমেন্ট’ অপশন থেকে বিল পরিশোধ করা যায়। নির্দিষ্ট বিলার নির্বাচন করে, গ্রাহক আইডি এবং বিলের পরিমাণ প্রবেশ করিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হয়।
অনলাইন ব্যাংকিং:
আপনার ব্যাংক একাউন্ট অনলাইনে লগইন করে বিল পে অপশন থেকে বিল পরিশোধ করতে পারেন। এখানেও বিলার নির্বাচন করে, গ্রাহক আইডি এবং বিলের পরিমাণ প্রবেশ করিয়ে পেমেন্ট করতে হয়।
বিলিং সংস্থার ওয়েবসাইট:
বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি সরবরাহকারী সংস্থাগুলোর ওয়েবসাইটে গিয়েও বিল পরিশোধ করা যায়। ওয়েবসাইটে গ্রাহক আইডি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রবেশ করিয়ে বিল পরিশোধ করা যায়।
থার্ড পার্টি পেমেন্ট প্ল্যাটফর্ম:
থার্ড পার্টি পেমেন্ট প্ল্যাটফর্ম যেমন, payoneer, অথবা PayPal এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে বিল পরিশোধ করা যায়।
সতর্কতা
অনলাইন বিল পরিশোধের সময় নিশ্চিত করুন যে আপনি সঠিক তথ্য প্রবেশ করাচ্ছেন। অপরিচিত বা সন্দেহজনক ওয়েবসাইট থেকে বিল পরিশোধ করা থেকে বিরত থাকুন। আপনার বিল পরিশোধের নিশ্চিতকরণ ই-মানি রিসিপ্ট সংরক্ষণ করুন।
এমএ/