ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

নারী উদ্যোক্তাদের জলবায়ু অর্থায়ন সুবিধা দিতে ব্র্যাক ব্যাংকের চুক্তি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৩৩, ১৬ আগস্ট ২০২৫ | আপডেট: ২২:৩৪, ১৬ আগস্ট ২০২৫

নারী উদ্যোক্তাদের জলবায়ু অর্থায়ন সুবিধা দিতে ব্র্যাক ব্যাংকের চুক্তি

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের নারী উদ্যোক্তাদের জলবায়ু অর্থায়ন সুবিধা দিতে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি), ইউএন উইমেন ও বেস-এর সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক।

‘এমপাওয়ার: উইমেন ফর ক্লাইমেট-রেজিলিয়েন্ট সোসাইটিস’ কর্মসূচির আওতায় এই অর্থায়ন দেয়া হবে।

চুক্তির আওতায় বিপুলসংখ্যক নারী উদ্যোক্তাকে সহায়তার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অন্ট্রপ্রেনরশিপ ডেভেলপমেন্টের (সিইডি) আর্থিক ও কারিগরি সহায়তায় ৩০ লাখ মার্কিন ডলারের একটি ঋণ তহবিল চালু করবে ব্র্যাক ব্যাংক। এই আর্থিক সুবিধাগুলো এমনভাবে তৈরি করা হবে, যাতে টেকসই ব্যবসায় পরিচালনা ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় ভূমিকা রাখতে পারে।

উদ্যোগটির আওতায় প্রশিক্ষণ, পণ্য উন্নয়ন ও গবেষণা কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলোর টেকসই অর্থায়নের কাঠামো আরো শক্তিশালী হবে।

ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন বলেন, দেশের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলের অর্থনীতিতে নারী উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও প্রচলিত আর্থিক ব্যবস্থার আওতায় তারা পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না। এই উদ্যোগের মাধ্যমে তাদের জন্য বিশেষ আর্থিক সমাধান তৈরি করা হবে, যা বর্তমানের চাহিদা পূরণের পাশাপাশি তাদের ভবিষ্যৎকে করবে সুরক্ষিত ও টেকসই।

ব্র্যাক ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগ অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে দায়িত্বশীল ব্যাংকিং, জলবায়ু উদ্যোগ ও অর্থনৈতিক ক্ষমতায়নে তাদের প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে।-বিজ্ঞপ্তি।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন