ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:৫৭, ১৭ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:৫৯, ১৭ আগস্ট ২০২৫
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন। এক বছরের কম সময় ব্যাংকটির দায়িত্বে থেকে সরে দাঁড়ালেন তিনি।
বৃহস্পতিবার ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।
ব্যক্তিগত কারণে এমডি পদ থেকে পদত্যাগ করেছেন বলে তিনি জানান। তবে গুঞ্জন রয়েছে, সরকার পরিবর্তনের পর ব্যাংকের পরিচালকদের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ছিলেন।
ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার গণমাধ্যমকে বলেন, ‘আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি। বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নিয়ম পরিপালন করতে তিনি ব্যর্থ হয়েছেন। তাঁর পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবার পর্ষদ সভায় তাঁর বিষয়ে সিদ্ধান্ত হবে।’
২০২৪ সালের অক্টোবরে তিন বছরের জন্য ঢাকা ব্যাংকের এমডি পদে যোগ দিয়েছিলেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, কোনো এমডি পদত্যাগ করলে কেন্দ্রীয় ব্যাংককে তার কারণ অবহিত করতে হয়। এরপর বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেয়, তার পদত্যাগ কার্যকর হবে কি না।
ব্যাংকার প্রতিবেদন