ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.২৮ বিলিয়ন ডলার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১.২৮ বিলিয়ন ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩১.২৮ বিলিয়ন ডলারে।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৬.৩৯ বিলিয়ন মার্কিন ডলার। 

বুধবারর বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনের রেমিট্যান্স প্রবাহে আগের বছরের তুলনায় ১৭.৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬৪ মিলিয়ন মার্কিন ডলার।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৮৪০ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রবাসীরা ৭ হাজার ৬৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৫ হাজার ৯৭৮ মিলিয়ন মার্কিন ডলার।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন