ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২১:১৪, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২১:১৬, ২৮ সেপ্টেম্বর ২০২৫

সেপ্টেম্বরের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি


সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি ভিত্তিতে ১১.৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।এই সময়ে প্রবাসী বাংলাদেশের পাঠানো মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২ হাজার ৩৪২ মিলিয়ন মার্কিন ডলারে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

এটি গত বছরের একই সময়ের তুলনায় একটি উল্লেখযোগ্য বৃদ্ধি; তখন রেমিট্যান্স প্রবাহ ছিল ২ হাজার ৯৪ মিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের সামগ্রিক তথ্যেও এ প্রবৃদ্ধির ধারা প্রতিফলিত হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা মোট ৭ হাজার ২৪২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এটি গত অর্থবছরের একই সময়ের ৬ হাজার ২৩২ মিলিয়ন ডলারের তুলনায় বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচক ধারা অব্যাহত আছে।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন