ঢাকা, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৭

কনটেইনার পরিবহনে চট্টগ্রাম বন্দরের নতুন রেকর্ড

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৪:৩৫, ১ জুলাই ২০২৫ | আপডেট: ১৪:৩৫, ১ জুলাই ২০২৫

কনটেইনার পরিবহনে চট্টগ্রাম বন্দরের নতুন রেকর্ড

২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে অর্থাৎ জুলাই থেকে মে পর্যন্ত ৪ হাজার ৪৯৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। এই পণ্য পরিবহনে নতুন রেকর্ড গড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম। বিদায়ী অর্থবছরে এ বন্দর দিয়ে প্রায় ৩২ লাখ ৯৬ হাজার একক কনটেইনার পরিবহন করা হয়েছে। যা বিগত ৪৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে রফতানি ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ২০ শতাংশ বেশি।

বন্দরের তথ্য মতে, ২০২১-২২ অর্থবছরে সাড়ে ৩২ লাখ কনটেইনার পরিবহন হয়েছিল, যা এখন দ্বিতীয় সর্বোচ্চ। তৃতীয় সর্বোচ্চসংখ্যক কনটেইনার পরিবহনের রেকর্ড রয়েছে ২০২৩-২৪ অর্থবছরে।

বাংলাদেশে কনটেইনার পরিবহনের জন্য দুটি সমুদ্রবন্দর রয়েছে, চট্টগ্রাম ও মোংলা। এর মধ্যে ৯৯ শতাংশ কনটেইনার চট্টগ্রাম বন্দর দিয়েই আনা-নেয়া করা হয়। মোংলার মাধ্যমে হয় মাত্র ১ শতাংশ।

চট্টগ্রাম বন্দরে মোট পণ্য পরিবহনের ২৩ শতাংশ কনটেইনার আনা-নেওয়া হয়। বাকি ৭৭ শতাংশ হচ্ছে কনটেইনারবিহীন পণ্য। যেমন খোলা পণ্য, জ্বালানি ও ভোজ্যতেল। পণ্যের পরিমাণে কম হলেও সবচেয়ে মূল্যবান পণ্য আনা হয় কনটেইনারে। যেমন শিল্পের কাঁচামাল, মূলধনি যন্ত্রপাতি, বাণিজ্যিক পণ্য কনটেইনারে আসে। আবার রপ্তানির পুরোটাই যায় কনটেইনারে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, বিদায়ী অর্থবছরে বন্দরের কার্যক্রম নানামুখী বাধার মুখে পড়েছে। অর্থবছরের শেষের দিকে কাস্টমস কর্মকর্তাদের কর্মসূচিসহ কিছু প্রতিবন্ধকতা না থাকলে কনটেইনার পরিবহনের সংখ্যা আরও বাড়ত।

তিনি আরও বলেন, তবুওও এই সাফল্য এসেছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। বিশেষ করে রফতানি পণ্যের হ্যান্ডলিং একটা বড় ভূমিকা রেখেছে ।

এএ

 

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন