ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন পাঁচ বিভাগ চালু

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১১:০২, ১৬ মে ২০২৫ | আপডেট: ১১:০২, ১৬ মে ২০২৫

সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন পাঁচ বিভাগ চালু


বাংলাদেশের বৃহত্তম রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে নতুন পাঁচটি বিভাগ চালু করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন পাঁচ বিভাগের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। 

এমডি ও সিইও মো. শওকত আলী খানের সভাপতিত্বে এ সময় শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।

ব্যাংকটির নতুন বিভাগগুলোর মধ্যে রয়েছে- কর্পোরেট সার্ভিসেস ডিভিশন, ট্রেজারি ম্যানেজমেন্ট ডিভিশন (মিড অফিস), ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, অফশোর ব্যাংকিং ডিভিশন ও এস্টেট ম্যানেজমেন্ট ডিভিশন।

এর মাধ্যমে করপোরেট ও বৃহদাংক ঋণগ্রহীতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, খেলাপি ঋণ বৃদ্ধি রোধকল্পে ঋণ নীতিমালা ও নিয়মাচার পর্যালোচনা পূর্বক ক্রেডিট পলিসি প্রণয়ন, যুগোপযোগী অফশোর ব্যাংকিং এবং সম্পদের উত্তম ব্যবস্থাপনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে। 

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন