ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

৬ ভাদ্র ১৪৩২, ২৭ সফর ১৪৪৭

এনসিসি ব্যাংকের ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা উদ্যোক্তার

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২০:০১, ১৪ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:০১, ১৪ আগস্ট ২০২৫

এনসিসি ব্যাংকের ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা উদ্যোক্তার

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসির ২০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা সোহেলা হোসাইন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদ্যমান বাজারদরে পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে এ শেয়ার ক্রয় সম্পন্ন করবেন তিনি।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, উদ্যোক্তার শেয়ার ক্রয়ের ঘোষণা বাজারে ইতিবাচক সংকেত হিসেবে গণ্য হবে। এটি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সহায়ক হবে এবং শেয়ারবাজারের লেনদেনের গতিশীলতাকে উজ্জীবিত করতে পারে। বিশেষ করে ব্যাংক খাতের শেয়ারগুলোতে উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাজারে স্থিতিশীলতার বার্তা দেয়।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) এনসিসি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা। গত ৩০ জুন ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ২৭ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। আলোচ্য হিসাব বছরে এনসিসি ব্যাংকের ইপিএস হয়েছে ২ টাকা ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২২ টাকা ৩৭ পয়সায়।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১১০ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৭৩ কোটি ১৩ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৯৬।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন