ঢাকা, মঙ্গলবার, ২০ মে ২০২৫

৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ জ্বিলকদ ১৪৪৬

এজেন্ট ব্যাংকিংয়ে ৫০ শতাংশ এজেন্ট হবেন নারী, নতুন নির্দেশনা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:৩৫, ৯ মে ২০২৫ | আপডেট: ২২:৩৯, ৯ মে ২০২৫

এজেন্ট ব্যাংকিংয়ে ৫০ শতাংশ এজেন্ট হবেন নারী, নতুন নির্দেশনা

আর্থিক লেনদেনে নারীর সক্ষমতা ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।  দেশে এজেন্ট ব্যাংকিংয়ে এখন থেকে এজেন্ট নিয়োগের ক্ষেত্রে অন্তত ৫০ শতাংশ নারী এজেন্ট নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে এজেন্ট ব্যাংকিংয়ের চাহিদা ও গুরুত্ব ব্যাপক বাড়ছে। গ্রাহকদের এজেন্ট ব্যাংকিং পরিষেবা গ্রহণ সহজতর ও সহজলভ্য হচ্ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে গ্রামীণ এলাকায় এজেন্ট ব্যাংকিং সুবিধা চালু হওয়ায় নারী গ্রাহকদের অংশগ্রহণ উল্লেখযোগ্য মাত্রায় হলেও নারী এজেন্টের সংখ্যা এখন পর্যন্ত খুবই সীমিত পর্যায়ে রয়েছে।

ফলে আর্থিক লেনদেনে নারীর সক্ষমতা ও নারীর অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধির জন্য নারীবান্ধব ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। এমন অবস্থায় এজেন্ট ব্যাংকিং কার্যক্রমে নারী উদ্যোক্তাদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে এখন থেকে ভবিষ্যৎ এজেন্ট নিয়োগের ক্ষেত্রে অন্যূন ৫০ শতাংশ নারী এজেন্ট নিশ্চিত করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ফেব্রুয়ারি শেষে দেশে এজেন্ট আউটলেটের সংখ্যা ছিল ২১ হাজার ৪৩। এর মধ্যে ১৮ হাজার ১৯টি গ্রামাঞ্চলে আর ৩ হাজার ২৪টি শহরাঞ্চলে। আর ফেব্রুয়ারি শেষে সারা দেশে এজেন্টের সংখ্যা ছিল ১৫ হাজার ৮৬০। এর মধ্যে ১৩ হাজার ৩৫৯ জনই গ্রামীণ এলাকার। আর শহরাঞ্চলে এ সংখ্যা ছিল ২ হাজার ৫০১।

ফেব্রুয়ারি শেষে এজেন্ট ব্যাংকিং সেবায় পুঞ্জীভূত আমানতের পরিমাণ ছিল ৪১ হাজার ৩১৬ কোটি টাকা। আর ফেব্রুয়ারিতে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৯৩৩ কোটি টাকা। ফেব্রুয়ারি শেষে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরণ করা প্রবাসী আয় বা রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৩৯৯ কোটি টাকা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন