ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

পূবালী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত পূবালী ব্যাংক পিএলসির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ৯৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বিএসইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূবালী ব্যাংকের আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। এই বন্ডের মাধ্যমে ব্যাংকটি ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর কুপন রেট রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে নির্ধারণ করা হবে।

বিএসইসি আরও জানিয়েছে, বন্ডের পুরো অর্থ প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে ইস্যু করা হবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ৫ লাখ টাকা।

প্রস্তাব অনুযায়ী, এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ‘ব্যাসল-৩’ এর অধীনে ব্যাংকের ‘টিয়ার-২’ মূলধনের ভিত্তি শক্তিশালী করা হবে।

বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি। এর অরেঞ্জার ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, প্রাইম ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

এই বন্ডটি অনুমোদনের শর্ত হিসেবে পুঁজিবাজারের অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হতে বাধ্যতামূলক করা হয়েছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন