প্রকাশ: ১৯:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৩৫, ২৮ সেপ্টেম্বর ২০২৫
বগুড়া জেলার গাবতলী উপজেলায় ‘বাগবাড়ী উপশাখা’ নামে সোনালী ব্যাংক পিএলসির একটি উপশাখা যাত্রা শুরু করেছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) গাবতলী শাখার নিয়ন্ত্রণাধীন এ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।
জেনারেল ম্যানেজার’স (জিএম) অফিস বগুড়ার জিএম মো. রশিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. আবু সাঈদ। আমন্ত্রিত অতিথি হিসেবে স্থানীয় রাজনীতিবিদ, উপজেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাসহ গণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকটির নতুন উপশাখাটি বাগবাড়ী পুলিশ ফাঁড়ি রোডের ডা. মামুন টাওয়ারে অবস্থিত।
এদিকে, উপশাখা উদ্বোধন শেষে জিএম অফিস বগুড়ার আয়োজনে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জিএম অফিস বগুড়ার আওতাধীন সকল প্রিন্সিপাল অফিস ও কর্পোরেট শাখা প্রধান এবং সকল শাখা ম্যানেজার অংশ নেন।
এএ