ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

৮ অগ্রাহায়ণ ১৪৩২, ০১ জমাদিউস সানি ১৪৪৭

অগ্রণী ব্যাংকে ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১২:১২, ২৫ অক্টোবর ২০২৫ | আপডেট: ১২:১২, ২৫ অক্টোবর ২০২৫

অগ্রণী ব্যাংকে ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৯৪ ও ৯৫তম অফিসার (ক্যাশ) ব্যাচের ৩০ কর্মদিবসব্যাপী ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রশিক্ষণ কোর্সের দুটি ব্যাচে ব্যাংকের বিভিন্ন শাখার ৭৩ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

সম্প্রতি এ উপলক্ষে এবিটিআইয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসির এমডি মো. আনোয়ারুল ইসলাম।

এবিটিআইয়ের পরিচালক ও উপ-মহাব্যবস্থাপক ফারজানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. আবুল বাশার ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জালাল উদ্দিন।

এসময় ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন