ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:১২, ২৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৭:১২, ২৬ সেপ্টেম্বর ২০২৫
সোনালী ব্যাংক ও ঢাকা কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কলেজ শিক্ষার্থীদের সব ধরনের ফি ও চার্জ আদায় করবে ব্যাংকটি।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা কলেজের টিচার্স লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়।
এ সময় সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি মো. রফিকুল ইসলাম এবং জিএম মো. জামান মোল্লা ও আকলিমা বেগম উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকা কলেজের পক্ষে ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার।
ব্যাংকার প্রতিবেদন