ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৯:৩৯, ৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৯:৩৯, ৭ অক্টোবর ২০২৫
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে নতুনভাবে সজ্জিত সুপরিসর ডেভোটেক টেকনোলজি পার্ক লিমিটেড, হোল্ডিং নম্বর-১১, সড়ক নম্বর-১১৩/এ, গুলশান, ঢাকায় ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে শরীয়াহ ভিত্তিক ব্যাংকটি।
সোমবার (৬ অক্টোবর) শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে রোববার (৫ অক্টোবর) থেকে ব্যাংকটি নতুন ঠিকানায় কার্যক্রম শুরু করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ এবং উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
তাছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ‘সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি)’ এর প্রধান গালিব মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসইভিপি ও ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের প্রধান মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস, ব্যাংকের সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শাখা থেকে আগত ব্যবস্থাপকরা এবং ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা এবং ঝুঁকিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে ব্যাংকের আমদানি ও রপ্তানি বাণিজ্য কেন্দ্রীয়ভাবে পরিচালনা করার নীতিগত সিদ্ধান্তের কারণে উক্ত সেন্ট্রালাইজড ট্রেড সার্ভিসেস ডিভিশন (সিটিএসডি), গুলশান হাব, ঢাকা-কে নতুন জায়গায় স্থানান্তর করা হয়।
বিভাগটির নতুন ঠিকানায় কার্যক্রম শুরু উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে দো’য়া মাহফিলের আয়োজন করা হয়।
এএ
ব্যাংকার প্রতিবেদন