ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২১:২২, ৪ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২২, ৪ অক্টোবর ২০২৫
নারীদের নিয়ে ভ্রমণ আয়োজন করা আন্তর্জাতিক ট্যুর অপারেটর গো গার্লসের সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এই চুক্তির ফলে আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে ব্যাংকের নারী গ্রাহকেরা বিশেষ ছাড় পাবেন।
সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রায়োরিটি ব্যাংকিং বিভাগের প্রধান মো. তামান্না কাদরী। গো গার্লস এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোনিয়া রেফাত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন প্রাইম ব্যাংকের কনজ্যুমার ব্যাংকিং বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাকিয়ান চৌধুরী এবং গো গার্লস এর কাস্টমার রিলেশনশিপ অফিসার সুমাইয়া সুমা। এছাড়া দুই প্রতিষ্ঠানের আরো কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের নারী গ্রাহকেরা আন্তর্জাতিক ভ্রমণ প্যাকেজে সর্বোচ্চ ৬ শতাংশ ছাড় পাবেন। এছাড়া অন্য নারী কার্ডধারীরাও সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত ছাড়ের সুযোগ পাবেন।
প্রাইম ব্যাংক জানায়, এ উদ্যোগ নারী গ্রাহকদের জন্য প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে। একই সঙ্গে ব্যাংকিং সেবার সামগ্রিক অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে।
ব্যাংকার প্রতিবেদন