ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

হুন্দাই গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৭:৩৯, ৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৭:৩৯, ৩ অক্টোবর ২০২৫

হুন্দাই গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা

প্রাইম ব্যাংক পিএলসি এবং বাংলাদেশে হুন্দাইয়ের অফিশিয়াল প্রস্তুতকারক ও অনুমোদিত পরিবেশক ফেয়ার টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর আওতায় হুন্দাই ব্র্যান্ডের গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় পাবেন ব্যাংকটির গ্রাহকরা।

এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় ব্যাংকের এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং ফেয়ার গ্রুপের হেড অব ট্রেজারি মো. জাহিদুল কবীর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়াদার তানভীর ফয়সাল এবং ফেয়ার গ্রুপের হেড অব মার্কেটিং জেএম তসলিম কবীরসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট জ্যেষ্ঠ কর্মকর্তারা। 

চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহকেরা বাংলাদেশে হুন্দাই গাড়ি ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করবেন। গ্রাহকদের আরও উন্নত সেবা ও প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানে নেওয়া এ উদ্যোগ প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি ব্যাংকটি বলেছে, এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংক তার গ্রাহক ও কর্মীদের প্রিমিয়াম লাইফস্টাইল সুবিধা প্রদানের অঙ্গীকারকে আরও সুসংহত করেছে। এই উদ্যোগ প্রাইম ব্যাংকের গ্রাহকদের সামগ্রিক ব্যাংকিং অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন