ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

জুলাই-আগস্টে ৬৬৭.১১ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ২২:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২২:১০, ২৮ সেপ্টেম্বর ২০২৫

জুলাই-আগস্টে ৬৬৭.১১ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ

২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে ৬৬৭.১১ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ। এই সময়ে  উন্নয়ন সহযোগীদের ৪৮৮.৭৯ মিলিয়ন ডলার আসল এবং ১৭৮.৩২ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করেছে সরকার। 

আজ রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ঋণ পরিশোধ হয়েছিল ৫৮৯.২২ মিলিয়ন ডলার। এর মধ্যে ৪১৫.৬২ মিলিয়ন ডলার আসল এবং ১৭৩.৬০ মিলিয়ন ডলার সুদ পরিশোধ করা হয়।

এদিকে, উন্নয়ন অংশীদাররা ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে ৭৫০.০৬ মিলিয়ন ডলার ঋণ প্রদান করেছে। ২০২৪-২৫ অর্থবছরের এই সময়ে এই ঋণের পরিমাণ ছিল ৪৫৮.২৪ মিলিয়ন ডলার। 

এই সময়ে সরকার প্রায় ২৪৩.৮১ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২০.১৬ মিলিয়ন ডলার।

অর্থনীতিবিদ বলছেন, একাধিক দাতা সংস্থার কাছ থেকে অর্থ ছাড় পাওয়াই সরকারি খাতে বৈদেশিক ঋণ প্রবৃদ্ধির মূল কারণ। সরকারি খাতে নেওয়া বৈদেশিক ঋণ অবশ্যই কার্যকরভাবে ব্যবহার করতে হবে। কারণ এ ঋণের বড় অংশই সরকারি প্রকল্পে ব্যয় করা হচ্ছে।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন