ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১৭:৫৯, ২৩ জুলাই ২০২৫ | আপডেট: ১৮:০০, ২৩ জুলাই ২০২৫
জাতীয় সঞ্চয়পত্র ক্রয়ের বিষয়ে সুসংবাদ দিয়েছে সরকার। এখন থেকে ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে কোনো আয়কর রিটার্ন দাখিল করতে হবে না। রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা তুলে নিয়েছে সরকার।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় সঞ্চয় অধিদফতর থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এখন থেকে টিআইএন না থাকলেও, কিংবা রিটার্ন না জমা দিলেও একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। তবে ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগ সাধারণ মানুষের কাছে আরও সহজ করে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে চলতি জুলাই মাস থেকে ব্যাংক ও সঞ্চয় কার্যালয়গুলোতে নতুন নির্দেশনা কার্যকর হয়েছে। এখন যারা আয়কর রিটার্ন জমা দেন না বা বাধ্যতামূলকভাবে টিআইএন গ্রহণ করেননি, তারাও পরিবার সঞ্চয়পত্র, বাংলাদেশ সঞ্চয়পত্র কিংবা পেনশনার সঞ্চয়পত্রে নির্ধারিত সীমার মধ্যে বিনিয়োগ করতে পারবেন।
এর আগে গত জুনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করা হয়। সেই গেজেটের ওপর ভিত্তি করেই এবার আয়কার রিটার্ন দাখিল ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কেনার সুযোগ দিয়েছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর।
এই সিদ্ধান্ত বিশেষ করে নারীদের জন্য স্বস্তিদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগে পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে টিআইএন ও রিটার্ন বাধ্যতামূলক থাকায় অনেক গৃহিণী বা অনিয়মিত আয়ধারী নারী বিনিয়োগ থেকে পিছিয়ে যেতেন। নতুন সিদ্ধান্তের ফলে তারা এখন বিনিয়োগে আগ্রহী হতে পারবেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১০ লাখ টাকার অধিক সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল করতে হবে।
গত ৩০ জুন জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত পাঁচটি সঞ্চয় কর্মসূচির মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। নতুন হার অনুযায়ী, সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন সুদহার ৯ দশমিক ৭২ শতাংশ।
তবে, আগের মতো সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হয়েছে। প্রথম ধাপ ৭ লাখ ৫০ হাজার টাকার নিচের বিনিয়োগকারী। আর দ্বিতীয় ধাপটি হলো ৭ লাখ ৫০ হাজার টাকার ওপরের বিনিয়োগকারী।
গত ১ জুলাই থেকে এটি কার্যকর হয়েছে।
ব্যাংকার প্রতিবেদন