ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১২:৪৬, ১৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১২:৪৭, ১৪ সেপ্টেম্বর ২০২৫

রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে আগস্ট ২০২৫ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা ’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার মতিঝিলে রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এ সময় ব্যবস্থাপনা পরিচালক আগস্ট ২০২৫ পর্যন্ত অর্জিত সাফল্য, চ্যালেঞ্জ এবং কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। এছাড়াও তিনি কর্মদক্ষতা বৃদ্ধির জন্য কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন এবং সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

ব্যাংকটির ব‍্যবস্থাপনা পরিচালক খেলাপী ঋণ আদায়ে সর্বাধিক গুরুত্বারোপ করেন।

বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর কর্তৃক আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব‍্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আরবিটিএর প্রিন্সিপাল মো. নোমান মিয়া, আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলামসহ বিভাগের আওতাধীন জোনাল ম্যানেজার, শাখা ব্যবস্থাপক এবং উপশাখার ইনচার্জরা।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন