ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

বিকাশ থেকে জনতা ব্যাংকের হিসাবে অ্যাড মানি সুবিধা

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১০:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিকাশ থেকে জনতা ব্যাংকের হিসাবে অ্যাড মানি সুবিধা

শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ওয়ালেট থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক পিএলসির হিসাবে অ্যাড মানি সুবিধার উদ্বোধন করা হয়েছে।  

এ উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অনলাইন কর্পোরেট ব্যাংকিং সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলম এবং মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন ও মোহাম্মদ আনিসসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সুবিধার মাধ্যমে দেশের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উন্নত অনলাইন সল্যুশনের মাধ্যমে আরও নিরাপদ, দ্রুত এবং কার্যকর ব্যাংকিং সুবিধা প্রদান করা যাবে।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন