ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৪, ১৬ সেপ্টেম্বর ২০২৫
শীর্ষস্থানীয় মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ ওয়ালেট থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক পিএলসির হিসাবে অ্যাড মানি সুবিধার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অনলাইন কর্পোরেট ব্যাংকিং সুবিধার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান।
এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ ফয়েজ আলম, মোঃ নজরুল ইসলাম ও মোঃ আশরাফুল আলম এবং মহাব্যবস্থাপক মোঃ আব্দুল মতিন ও মোহাম্মদ আনিসসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সুবিধার মাধ্যমে দেশের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে উন্নত অনলাইন সল্যুশনের মাধ্যমে আরও নিরাপদ, দ্রুত এবং কার্যকর ব্যাংকিং সুবিধা প্রদান করা যাবে।
ব্যাংকার প্রতিবেদন