ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১১:০৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:০৭, ১৭ সেপ্টেম্বর ২০২৫
কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) মাধ্যমে ট্রেজারি কার্যক্রমের পূর্ণাঙ্গ অটোমেশন সম্পন্ন করেছে সোনালী ব্যাংক পিএলসি। ফলে ফরেন এক্সচেঞ্জ, সরকারি সিকিউরিটিজ এবং মানি মার্কেটসহ সার্বিক ট্রেজারি ব্যবস্থাপনার সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল ও রিয়েল টাইমে সম্পন্ন হবে।
দেশের রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে প্রথম সিবিএসের মাধ্যমে ট্রেজারি কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু করলো সোনালী ব্যাংক।
এ উপলক্ষে সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেক কেটে ট্রেজারির সিবিএস অটোমেশন লাইভ উদ্বোধন করেন এমডি ও সিইও মো. শওকত আলী খান।
তিনি বলেন, “আজ সোনালী ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশের ব্যাংকিং খাতের আধুনিকায়নের পথে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। আমাদের ট্রেজারি কার্যক্রমের সফলতা এই সাফল্যের মূল চাবিকাঠি।”
এমডি ও সিইও মো. শওকত আলী খান আরও বলেন, সিবিএসের মাধ্যমে ট্রেজারি অটোমেশন কার্যক্রম সফলভাবে চালু হওয়ায় সোনালী ব্যাংক আরও দ্রুত ও নির্ভুল সেবা প্রদান করতে সক্ষম হবে এবং ভবিষ্যতে জনগণের প্রত্যাশা অনুযায়ী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পারবে।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ নূরুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রেজাউল করিম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম এবং সোনালী ইন্টেলেক্ট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এস এম জাহাঙ্গীর আক্তারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সিবিএসের মাধ্যমে ট্রেজারি কার্যক্রমের অটোমেশন সম্পন্ন হওয়ার ফলে ম্যানুয়াল হিসাব সংরক্ষণের প্রয়োজনীয়তা দূর হবে, হিসাবায়ন হবে নির্ভুল, রিপোর্ট প্রস্তুত হবে সময়মতো এবং হিসাবের স্বচ্ছতা, সঠিকতা ও কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পাবে। এছাড়াও, ঝুঁকি হ্রাস পাবে এবং ব্যাংকের সার্বিক কার্যক্রম আরও সুসংহত ও দ্রুত হবে।
এএ
ব্যাংকার প্রতিবেদন