ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স ক্যাম্পেইনে রয়্যাল এনফিল্ড জিতলেন চট্টগ্রামের গ্রাহক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স ক্যাম্পেইনে রয়্যাল এনফিল্ড জিতলেন চট্টগ্রামের গ্রাহক

ব্র্যাক ব্যাংকের তিন মাসব্যাপী রেমিটেন্স ক্যাম্পেইনে গ্র্যান্ড প্রাইজ হিসেবে নতুন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল জিতেছেন চট্টগ্রামের মুরাদপুর শাখার গ্রাহক মোহাম্মদ নাসের।

ব্র্যাক ব্যাংক জানায়, প্রবাসী বাংলাদেশীদের বৈধ ও নিরাপদ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতেই এ রেমিটেন্স ক্যাম্পেইন চালু করা হয়েছে। আন্তর্জাতিক রেমিটেন্স বাজারে নিজেদের অবস্থান আরো শক্তিশালী করাই ছিল এর লক্ষ্য।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। মোহাম্মদ নাসের চট্টগ্রামের মুরাদপুর শাখার গ্রাহক। তিনি ক্যাম্পেইনের শীর্ষ রেমিটেন্স গ্রাহক হিসেবে মোটরসাইকেলটি পান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি ও আর্থিক প্রতিষ্ঠান প্রধান মো. শাহীন ইকবাল, রেমিটেন্স ও প্রবাসী ব্যাংকিং প্রধান শাহরিয়ার জামিল ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গত ১৮ মে থেকে শুরু হয়ে ৩১ জুলাই পর্যন্ত চলে এ ক্যাম্পেইন। ঈদুল আজহাকে কেন্দ্র করে সাজানো ক্যাম্পেইনে গ্রাহকদের দেয়া হয় নানা পুরস্কার। সাপ্তাহিক পুরস্কার হিসেবে ছিল মোবাইল ফোন, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, ইয়ারবাড ও কুপন। প্রতি দুই সপ্তাহে মেগা পুরস্কার হিসেবে দেয়া হয় ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মাইক্রোওভেন ও পানিশুদ্ধকারক যন্ত্র।

সবশেষে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো গ্রাহককে দেয়া হয় গ্র্যান্ড প্রাইজ রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।

উদ্যোগটি সম্পর্কে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারেক রেফাত উল্লাহ খান বলেন, ব্র্যাক ব্যাংক দেশে রেমিটেন্স প্রবাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রাঞ্চ, সাব-ব্রাঞ্চ ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে সহজ ক্যাশ পিক-আপ সেবা নিশ্চিত করা হচ্ছে। এতে ব্যাংকের তারল্য বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ খাত উপকৃত হচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও শক্তিশালী হচ্ছে।

তিনি আরো বলেন, রেমিটেন্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে মুখ্য ভূমিকা রাখে। ব্র্যাক ব্যাংকের ধারাবাহিক উদ্যোগ গ্রাহককে স্বীকৃতি ও আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছে। একইসঙ্গে এটি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে তুলতেও সহায়তা করছে।

ব্যাংকটি জানিয়েছে, এ ধরনের রেমিটেন্স ক্যাম্পেইনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারকে নিরাপদ ও উদ্ভাবনী সেবা দেয়ার পাশাপাশি রেমিটেন্স বাজারে নিজেদের নেতৃত্ব আরো সুদৃঢ় করছে ব্র্যাক ব্যাংক।

এএ

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন