ঢাকা, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

২১ আশ্বিন ১৪৩২, ১৩ রবিউস সানি ১৪৪৭

রামেকে কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:২১, ২৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১৯:২১, ২৯ সেপ্টেম্বর ২০২৫

রামেকে কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড চালু করল ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)র শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য একটি বিশেষ কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড উদ্বোধন করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট সেবা পাওয়া যাবে, যেখানে ডুয়াল কারেন্সি কনট্যাক্টলেস সুবিধা থাকায় দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন নির্বিঘ্নে করা যাবে।

সম্প্রতি রামেক ক্যাম্পাসে এই কার্ডের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. খ. মোঃ ফয়সাল আলম, বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসের পরিচালক রথীন কুমার পাল, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক মোঃ শরাফাত উল্লাহ খান ও রাফেজা আক্তার কান্তা, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এছাড়া প্রতিষ্ঠানসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কার্ডধারীরা মাস্টারকার্ডের ৯,৫০০-এর বেশি পার্টনার মার্চেন্টে ডাইনিং ও লাইফস্টাইল সুবিধাসহ বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

ব্যাংকার প্রতিবেদন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন