ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

২৪ ভাদ্র ১৪৩২, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

সোনালী ব্যাংকের সঙ্গে বিপিএটিসির চুক্তি স্বাক্ষর

ব্যাংকার প্রতিবেদন

প্রকাশ: ১৯:৪৩, ৩১ আগস্ট ২০২৫ | আপডেট: ১৯:৪৪, ৩১ আগস্ট ২০২৫

সোনালী ব্যাংকের সঙ্গে বিপিএটিসির চুক্তি স্বাক্ষর

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় বিপিএটিসির প্রশিক্ষণার্থীদের কোর্স ফি, কর্মকর্তা-কর্মচারীদের মেডিকেল ও পরিবহন ফি-সহ যাবতীয় ফি ও চার্জ জমা নেবে সোনালী ব্যাংক।

রোববার (৩১ আগস্ট) সাভারে বিপিএটিসির সম্মেলন কক্ষে স্বাক্ষর শেষে পরস্পর চুক্তিপত্র হস্তান্তর করেন বিপিএটিসির রেক্টর (সচিব) সাঈদ মাহবুব খান ও সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. শওকত আলী খান।

সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. রফিকুল ইসলাম এবং বিপিএটিসির পক্ষে পরিচালক (প্রশাসন) মোহা. রফিকুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিপিএটিসির এমডিএস (পিএন্ডএস) ড. মো. মহসীন আলী, সিস্টেম এনালিস্ট ড. মুহাম্মদ জিয়াউল ইসলাম, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার আকলিমা ইসলাম ও রওশন জাহানসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএ

ব্যাংকার প্রতিবেদন

আরও পড়ুন