ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ১০:১৫, ২৬ আগস্ট ২০২৫ | আপডেট: ১০:১৬, ২৬ আগস্ট ২০২৫
নড়াইলে রাষ্ট্রীয় মালিকানাধীন উত্তরা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন করা হয়েছে। এর মধ্যদিয়ে রোববার থেকে কার্যালয়টিতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্যাংকের ডিএমডি ও এমডি (ভারপ্রাপ্ত) মাকসুদুল হাসান ডিজিটাল মাধ্যমে নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মো. আবুল হাশেম, মো. রেজাউল করিম ও খন্দকার আলী সামনুনসহ সংশ্লিষ্ট নির্বাহীরা। অন্যদিকে শাখাপ্রান্তে উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চলের প্রধান মো. মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরা।
ব্যাংকটির নতুন শাখাটি নড়াইল সদরের রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টির শিরিন সুপার মার্কেটে কার্যক্রম শুরু করেছে।
এএ
ব্যাংকার প্রতিবেদন