ব্যাংকার প্রতিবেদন
প্রকাশ: ২০:২০, ২৬ আগস্ট ২০২৫ | আপডেট: ২০:২১, ২৬ আগস্ট ২০২৫
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে নতুন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন শচীন্দ্র নাথ সমাদ্দার। তাকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদায়ন করা হয়।
সোমবার (২৫ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সম্প্রতি অর্থনৈতিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে শচীন্দ্র নাথ সমাদ্দারকে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) থেকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে পদায়ন করা হয়।
শচীন্দ্র নাথ সমাদ্দার ১৯৯৮ সালে রূপালী ব্যাংক লিমিটেডে সিনিয়র অফিসার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি রূপালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক, জোনাল ম্যানেজার ও বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন।
পরে তিনি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
শচীন্দ্র নাথ সমাদ্দার ১৯৯৫ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) থেকে বিএসসি (ইঞ্জিনিয়ারিং ইন মেকানিক্যাল) ডিগ্রি এবং ২০০৬ সালে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনে তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ নিয়েছেন।
এএ
ব্যাংকার প্রতিবেদন